সিলেটে এক লাখ ছাড়াল পোস্টাল ভোট নিবন্ধন

মঙ্গলবার নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে। সোমবার শেষ হয়েছে অনলাইনে এই নিবন্ধন।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে পোস্টাল ভোট নিবন্ধন সম্পন্ন
সিলেটে পোস্টাল ভোট নিবন্ধন সম্পন্ন |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে নিবন্ধন করেছেন সিলেট বিভাগের চার জেলার এক লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশী।

মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে। সোমবার শেষ হয়েছে অনলাইনে এই নিবন্ধন।

ইসির তথ্য বলছে, ১৮ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সিলেট বিভাগের চার জেলার এক লাখ তিন হাজার ১৬৭ জন প্রবাসী বাংলাদেশী ও সরকারি চাকরিজীবি পোস্টাল ব্যালটে ভোট দিতে হতে নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৮৬ হাজার ৭৫১ জন ও মহিলা মাত্র ১৬ হাজার ৪১৬ জন।

ইসির তথ্য মতে, সিলেট জেলায় সর্বোচ্চ নিবন্ধন করেছেন ৪৫ হাজার ৮০৬ জন প্রবাসী ও সরকারি চাকরিজীবি। এর মধ্যে পুরুষ ৩৮ হাজার ৪৭৭ জন ও মহিলা সাত হাজার ৩২৯ জন।

দ্বিতীয় সর্বোচ্চ নিবন্ধন করেছেন মৌলভীবাজার জেলার প্রবাসী ও সরকারি চাকরিজীবি। এ জেলায় মোট নিবন্ধন করেছেন ২৩ হাজার ৭৯৮ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ১৮৮ জন ও মহিলা তিন হাজার ৬১০ জন।

নিবন্ধনের দিক থেকে তারপরেই রয়েছে বিভাগের আরেক জেলা সুনামগঞ্জ। এ জেলা থেকে নিবন্ধন করেছেন ১৮ হাজার ১৫৩ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৭১ জন ও মহিলা তিন হাজার ৮২ জন।

সবচেয়ে কম নিবন্ধন করেছেন হবিগঞ্জ জেলার প্রবাসীরা। এ জেলা থেকে নিবন্ধন করেছেন ১৫ হাজার ৪১০ জন প্রবাসী ও সরকারি চাকরিজীবি। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ১৫ জন ও মহিলা দুই হাজার ৩৯৫ জন। তবে প্রবাসী ছাড়াও এই নিবন্ধনে সংশ্লিষ্ট জেলার সরকারি চাকরিজীবীরাও নিবন্ধন করেছেন।