খাগড়াছড়িতে দুর্গম পাহাড়ী অঞ্চলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি। এসময় অবৈধ পুশ ইন ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সহায়তা করাসহ আসন্ন তীর্থমূখ মেলা (পৌষ সংক্রান্তি) উপলক্ষে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার আহ্বান জানানো হয়।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে পানছড়ির দুর্গম সীমান্তবর্তী এলাকাসহ সদর উপজেলার ৩শ’ হতদরিদ্র ও দুঃস্থ শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিজিবি খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো: আব্দুল মোত্তাকিম।

এক বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) ব্যবস্থাপনায় খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো: আব্দুল মোত্তাকিমের সভাপতিত্বে জেলার পানছড়ি উপজেলার লোগাং ইউনিয়নের সীমান্তবর্তী ডাইনচন্দ্রবাড়ী বিওপির দায়িত্বাধীন শেফালীর দোকানের মোড় এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর সাথে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মো: আব্দুল মোত্তাকিম এবং খাগড়াছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক (৩২ বিজিবি) লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন সকলকে অবৈধ পুশইন এর বিষয়ে সচেতন ও চোরাচালান প্রতিরোধে বিজিবিকে সর্বাত্মক সহায়তা করাসহ আসন্ন তীর্থমূখ মেলা (পৌষ সংক্রান্তি) উপলক্ষে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য আহ্বান জানান। এছাড়াও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতঃস্ফূর্তভাবে ও নির্ভয়ে/নির্বিঘ্নে ভোট প্রদানের জন্য সকলকে উৎসাহ প্রদান করেন।
সভা শেষে দুর্গম এলাকাটির শীতার্ত, অসহায়, হতদরিদ্র ও দুঃস্থ ২শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এছাড়াও খাগড়াছড়ি সীপক্স উপশাখার পক্ষ হতে জেলা সদরে আরো ১শ’ পরিবারের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ শেষে ‘বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক’ এই বিশ্বাসকে ধারণ করে এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখতে এ ধরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে সকলকে আশ্বস্থ করেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার।



