গোয়ালন্দে নুরাল পাগলের দরবারে হামলা, ৩৫০০ জনের বিরুদ্ধে মামলা

কবরের উপরে ১০-১২ ফুট উঁচু একটি স্থাপনা নির্মাণ করেন, যা দেখতে সৌদি আরবের মক্কায় অবস্থিত কাবা শরীফের মতো। এ নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে আপত্তি দেখা দেয়।

রাজবাড়ী প্রতিনিধি

Location :

Rajbari
গোয়ালন্দে নুরাল পাগলের দরবারের সামনে পুলিশের পাহারা
গোয়ালন্দে নুরাল পাগলের দরবারের সামনে পুলিশের পাহারা |নয়া দিগন্ত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলের দরবারে হামলার সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৩ হাজার ৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক সেলিম মোল্লা মামলাটি করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন ।

এর আগে জুমার নামাজের পর গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলের দরবারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলের ভক্তদের সাথে সংঘর্ষে রাসেল সেখ (৩০) নামে এক যুবক নিহত হন এবং দুই পক্ষের শতাধিক ব্যক্তি আহত হন। আহতদের মধ্যে ২২ জন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং তিনজন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়। এতে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্য আহত হন। পরে হামলাকারীরা দরবারের ভেতরে থাকা নুরাল পাগলের কবর থেকে লাশ উত্তোলন করে তা পুড়িয়ে দেয়।

স্থানীয়রা জানায়, ২৩ আগস্ট মারা যান নুরুল হক ওরফে নুরাল পাগল। মৃত্যুর পর তার ভক্তরা দরবারের ভেতরে তাকে কবর দেন এবং কবরের উপরে ১০-১২ ফুট উঁচু একটি স্থাপনা নির্মাণ করেন, যা দেখতে সৌদি আরবের মক্কায় অবস্থিত কাবা শরীফের মতো। এ নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে আপত্তি দেখা দেয়।

গোয়ালন্দ থানার ওসি (তদন্ত) রাসেদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। শুক্রবার জুমার নামাজের পর তৌহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে তারা দরবারে হামলা চালিয়ে কবর ভেঙে ফেলেন এবং লাশ উত্তোলন করে তা পুড়িয়ে দেন।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দরবারের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা।