গৌরনদীতে ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই চেষ্টা, যুবক আটক

বরিশালের গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে আরিফ মিয়া নামে এক যুবককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে; পুলিশ জানিয়েছে, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরিফিন রিয়াদ, গৌরনদী (বরিশাল)

Location :

Gaurnadi
গৌরনদীতে ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই চেষ্টার অভিযোগ যুবক আটক
গৌরনদীতে ব্যবসায়ীকে পিস্তল ঠেকিয়ে ছিনতাই চেষ্টার অভিযোগ যুবক আটক |নয়া দিগন্ত

বরিশালে গৌরনদীতে প্রকাশ্যে ব্যবসায়ীর কোমরে পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টায় আরিফ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করেছে জনতা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গৌরনদী উপজেলার আশোকাঠি কাঁচা বাজারে এ ঘটনা ঘটে।

আরিফ ঢাকার উত্তরখান থানার চামরখান এলাকার মরহুম আক্কাস আলীর ছেলে এবং আগৈলঝাড়া উপজেলার ফুলশ্রী গ্রামের মরহুম হাসানাত ফকিরের মেয়ে-জামাতা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে আশোকাঠি বাজারের কনফেকশনারি ও বিকাশ ব্যবসায়ী জুয়েল সরদারের দোকানে প্রবেশ করেন আরিফ। তিনি একটি বিকাশ নম্বরে ১০ হাজার ২০০ টাকা পাঠাতে বলেন। দোকানদার নগদ টাকা চাইলে যুবকটি হঠাৎ তার ব্যাগ থেকে একটি পিস্তল বের করে কোমরে ঠেকিয়ে ভয়ভীতি দেখিয়ে বলে, ‘ছয় রাউন্ড গুলি খেতে না চাইলে দ্রুত টাকা পাঠাও।’

মুহূর্তের মধ্যে ব্যবসায়ী চিৎকার শুরু করলে বাজারের অন্যান্য ব্যবসায়ী ও জনতা ছুটে এসে আরিফকে ঘেরাও করে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ছিনতাইকারীকে অস্ত্রসহ আটক করে থানায় নিয়ে যায়।

ভুক্তভোগী জুয়েল সরদার বলেন, ‘কিছু বুঝে ওঠার আগেই তিনি কোমরে পিস্তল ঠেকিয়ে টাকা দাবি করেন। আমি চিৎকার করায় বাজারের সবাই ছুটে এসে আমাকে রক্ষা করেন।’

এ বিষয়ে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তরিকুল ইসলাম জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে একটি পিস্তল সদৃশ অস্ত্রসহ এক যুবককে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।