উপজেলা প্রশাসন ও মৎস্য দফতরের আয়োজনে ভোলার তজুমদ্দিনে ২০২৫-২৬ অর্থবছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় ইলিশ আহরণকারী জেলেদের মাঝে বৈধ জাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রেজাউল ইসলামের সভাপতিত্বে জাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা পকল্পের উপ-প্রকল্প পরিচালক মো: নাসির উদ্দিন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো: আমির হোসেন, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো: রুহুল আমিন খোকন, প্রেসক্লাবের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) সাইদুল হক মুরাদ, যুগ্ম-আহ্বায়ক হেলাল উদ্দিন লিটন, সাবেক সভাপতি রফিক সাদী প্রমুখ।
অনুষ্ঠানে মডেল মৎস্য গ্রাম উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাওলানাকান্দি গ্রামে ১৫০ জন জেলের মাঝে জাল, প্লুট, রশি, পোড়া মাটির চাকা (সিনকার) বিতরণ করা হয়। এতে প্রতি তিনজন জেলের একটি গ্রুপকে দেয়া হয় ১ হাজার ৬৮০ ফুট জাল, ৩ হাজার ৩৬০ ফুট রশি, প্লুট ৮০টি ও ৮০টি পোড়া মাটির চাকা (সিনকার)।



