সিংড়ায় শ্রমিক লীগের সম্পাদক সেন্টু গ্রেফতার

রাতে সিংড়া মৎস্য আড়ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
সিংড়া শ্রমিক লীগ নেতা সেন্টু
সিংড়া শ্রমিক লীগ নেতা সেন্টু |নয়া দিগন্ত

নাটোরের সিংড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সেলিম রেজা ওরফে সেন্টুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৪ জানুয়ারি) রাতে সিংড়া মৎস্য আড়ত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সেন্টু পৌর শহরের সরকারপাড়া মহল্লার শাহাদত হোসেনের ছেলে ও উপজেলা যুবলীগের সভাপতি সোহেল তালুকদারের ইশান মৎস্য আড়তের পরিচালক ছিলেন।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।