কুষ্টিয়ায় অবৈধ নসিমন চাপায় শিশু নিহত

কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ নসিমন চাপায় নাঈম নামে চার মাসের একটি শিশু নিহত হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।

কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা

Location :

Kushtia
শিশু নাঈমের মৃত্যুতে স্বজনদের আহাজারি
শিশু নাঈমের মৃত্যুতে স্বজনদের আহাজারি |ছবি - নয়া দিগন্ত

কুষ্টিয়ার কুমারখালীতে অবৈধ নসিমন চাপায় নাঈম নামে চার মাসের একটি শিশু নিহত হয়েছে। শুক্রবার বেলা ১২টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আমতলা নামক স্থানে দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত শিশুটি চাপড়া ইউনিয়নের নগর সাঁওতা গ্রামের নাজমুল হোসেনের ছেলে।

জানা গেছে, নাজমুলের স্ত্রী মালা খাতুন তাদের চার মাসের শিশু নাঈমকে নিয়ে খোকসা কলিমোহরে আত্মীয়ের বাড়িতে যাবার সময় কুমারখালীর আমতলা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নসিমনের সাথে সংঘর্ষ হয়। মালা তার শিশু সন্তানকে নিয়ে রাস্তার উপর পরে গেলে অবৈধ নসিমন তার শিশু সন্তানকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয়রা চালককে আটক করে। পরে শিশু নাঈমকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোলায়মান শেখ জানান, নিহত শিশুটিকে দাফনের জন্য তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।