নেত্রকোনায় বিল থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার

লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Kendua Upazilla
নেত্রকোনায় বিল থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার
নেত্রকোনায় বিল থেকে সিএনজি চালকের লাশ উদ্ধার |নয়া দিগন্ত

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বিল থেকে নুরুজ্জামাল (৪১) নামে এক সিএনজি চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে চিরাং ইউনিয়নের আদমপুর তুল্লী সড়কের পাশের বিল থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

নিহত নূরুজ্জামাল উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাঁহারা গ্রামের মরহুম মগলচান মিয়ার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (১৯ আগস্ট) রাতে নূরুজ্জামাল ভাড়া মারার জন্যে সিএনজি নিয়ে বের হয়ে রাতে আর বাড়ি ফিরে আসেননি। পরদিন বিলে নূরুজ্জামালের লাশ ভাসতে দেখে থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়।

লাশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশ লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান, ময়নাতদন্ত রিপোট হাতে আসার পর তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।