ফেনীতে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় র‌্যালি-সমাবেশ

আওয়ামী লীগ সন্ত্রাসীদের উল্লেখযোগ্য কেউ এখনো গ্রেফতার হয়নি। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলোও উদ্ধার হয়নি বলে সমাবেশে জানান বক্তারা

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni
নয়া দিগন্ত

ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বছরপূর্তি উপলক্ষে ফেনীতে বিজয় র‌্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি।

বুধবার (৬ আগস্ট) বিকেলে শহরের ট্রাংক রোডের প্রেস ক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবদীন ভিপি। সদস্য সচিব আলাল উদ্দিন আলালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সহ-গ্রাম সরকার সম্পাদক বেলাল আহমেদ, সদস্য পিপি মেজবাহ উদ্দিন খান, অ্যাডভোকেট শাহেনা আক্তার শানু, আবু তালেব, মশিউর রহমান বিপ্লব।

এ সময় জেলা যুগ্ম-আহ্বায়ক প্রফেসর এম এ খালেক, গাজী হাবিব উল্যাহ মানিক, এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদস্য সচিব অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন ভূঞা, জেলা যুবদল সদস্য সচিব নঈম উল্যাহ চৌধুরী বরাত, স্বেচ্ছাসেবক দল সভাপতি সাইদুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, শ্রমিক দল সভাপতি হুমায়ুন কবীর, মহিলা দল সভাপতি জুলেখা আক্তার ডেইজী, ছাত্রদল সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা চব্বিশের গণঅভ্যুত্থান আন্দোলনে ফেনীর মহিপালে আওয়ামী লীগ নেতাকর্মীদের বর্বরোচিত গণহত্যার খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একইসাথে বিগত ১৬ বছরের বেশি সময় খুনিদের বিরোধী দলের যেসব নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন সেসব ঘটনারও বিচারের দাবি করেন তারা।

তারা বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসীদের উল্লেখযোগ্য কেউ এখনো গ্রেফতার হয়নি। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রগুলোও উদ্ধার হয়নি। এসব অস্ত্র অনতিবিলম্বে যৌথবাহিনীর অভিযান চালিয়ে উদ্ধার করতে হবে। নতুবা সন্ত্রাসীরা এসব অস্ত্র দিয়ে ফেনীর শান্ত পরিস্থিতি বিনষ্ট করতে পারে। বিএনপি নেতৃবৃন্দ নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ।

একইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে এখন থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

শেষে প্রেস ক্লাবের সামনে থেকে বিজয় র‌্যালি শুরু হয়। এ সময় র‌্যালিটি প্রধান সড়ক ট্রাংক রোড প্রদক্ষিণ করে শিশু নিকেতনের সামনে দিয়ে পুনরায় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।