জিয়া পরিবারকে নিয়ে বিভিন্ন আপত্তিকর প্রচার প্রচারণা এবং বিএনপি’র বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী অপশক্তির ঘৃন্য কর্মকাণ্ডের প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও মিছিল করেছে জিয়া পরিষদ জেলা শাখা।
সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে শহরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- জিয়া পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম চঞ্চল, যুগ্ম-সাধারণ সম্পাদক নূর উদ্দিন মোহাম্মদ সেলিম, সাংগাঠনিক সম্পাদক হাবিবুর রহমান, দত্তপাড়া মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আল আসাদ বিন আবু সাঈদ, নাসির উদ্দিন তালকুদার মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুল মালেক ও নাটোর চিনিকল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে আইশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী চেষ্টা করছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে যারা কটুক্তি করছে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে।