পঞ্চগড়ে শীত জেকে বসেছে, তাপমাত্রা ১৩ ডিগ্রি

পঞ্চগড়ে শীত বেড়ে তাপমাত্রা নেমেছে ১৩ ডিগ্রি সেলসিয়াসে; কুয়াশা ও হিমেল হাওয়ায় শ্রমিক–দিনমজুরেরা বেশি বিপাকে, এবং আবহাওয়া অফিস বলছে সামনে তাপমাত্রা আরও কমতে পারে।

আসাদুজ্জামান আসাদ, পঞ্চগড়

Location :

Panchagarh
পঞ্চগড়ে শীতের সকাল
পঞ্চগড়ে শীতের সকাল |নয়া দিগন্ত

হিমালয় কন্যা পঞ্চগড়। এখানে প্রতিবছরের ন্যায় এবারো কুয়াশা ও প্রচণ্ড শীত জেকে বসেছে। কয়েক দিন ধরে কুয়াশাযুক্ত হিমেল বাতাশ অনুভূত হচ্ছে। শীতের আর্দ্রতার কারণে মানুষ খড়কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। অসহায় মানুষ অমানবিক জীবনযাপন করছে।

তেতুঁলিয়া আবহাওয়া পর্যবেক্ষন অফিস আজ বুধবার সকাল ৬টায় ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করেছে।

শীতে বিপাকে পড়েছে পাথর শ্রমিক, চা শ্রমিক আর দিনমজুর শ্রেণির মানুষ। শীতবস্ত্রের অভাবে নিদারুণ দিনাপাত করছে অসহায় মানুষজন।

জগদল বাজার-সংলগ্ন দক্ষিণ গোয়ালপাড়ার শ্রমিক আইয়ুব আলী বলেন, কুয়াশ ভিজা সকালে একাট পুরাতন সোয়েটার গায়ে দিয়ে কাজের সন্ধ্যানে বাইরে যেতে হচ্ছে। প্রচণ্ড ঠান্ডা লাগছে।

জগদল দক্ষিণ গোয়ালপাড়ার স্কুলছাত্র মাহির আল দাইয়ান বলেন, ‘গতকালের চেয়ে আজ কুয়াশা বেশি পড়েছে। প্রচণ্ড ঠান্ডাকে উপেক্ষা করে পঞ্চগড় করতোয়া স্কুলে পরীক্ষা দিতে এসেছি।’

কুয়াশায় ঢাকা পড়েছে প্রকৃতি। প্রকৃতির মাঝে হিম কুয়াশা জমেছে। বিকেল থেকে কুয়াশা পড়া শুরু করে। সন্ধ্যার থেকেই উত্তরীয় হিমশীতল হাওয়ায় পরশ অনুভূত হয়। বিগত কয়েকদিন ধরে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করছে।

আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন, সকাল ৬টার সময় ১৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে। সামনে আরো তাপমাত্রা কমার সম্ভবনা রয়েছে।

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের রোকনুজ্জামান বলেন, আরো ২-৩ দিন তাপমাত্রা একই রকম থাকতে পারে। তবে ডিসেম্বরে শীত আরো জেকে বসবে।

Topics