বড়লেখা সীমান্তে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার

শুক্রবার রাতে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

বিয়ানীবাজার (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
ভারতীয় অস্ত্র ও গুলি
ভারতীয় অস্ত্র ও গুলি |নয়া দিগন্ত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে একটি ভারতীয় অবৈধ অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা এলাকা থেকে এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, ভারতীয় অবৈধ অস্ত্রের একটি চালান বাংলাদেশে পাচার হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে গান্দাইল বিওপি থেকে একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালায়। রাত সাড়ে ৮টার দিকে সীমান্ত পিলার থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উত্তর শাহবাজপুর ইউনিয়নের নাটিটিলা এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ভারতীয় অবৈধ রিভলভার ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আতাউর রহমান জানান, আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি তৎপর রয়েছে। যেকোনো অপতৎপরতা ও শান্তি-শৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রম প্রতিহত করতে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।