গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘আন্তর্জাতিক কনফারেন্সসহ ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও এক বছরে গাকৃবির অর্জন’ শীর্ষক মতবিনিময় সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় গাকৃবির বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
সভায় ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান বিশ্ববিদ্যালয়ের এক বছরের অর্জন, চলমান প্রকল্প, গবেষণা ও ভবিষ্যৎ পরিকল্পনার সারসংক্ষেপ তুলে ধরে বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকেই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় কৃষি, খাদ্যনিরাপত্তা, পরিবেশ, জৈবপ্রযুক্তি ও টেকসই উন্নয়ন বিষয়ে গবেষণার মাধ্যমে দেশের কৃষি-অর্থনীতিতে ইতিবাচক অবদান রেখে চলেছে। আমাদের শিক্ষক-গবেষকরা ইতোমধ্যে আন্তর্জাতিক জার্নালে শতাধিক গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের সাথে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।’
তিনি আরো বলেন, ‘আমরা আগামী বছর একটি আন্তর্জাতিক কৃষি গবেষণা সম্মেলনের আয়োজন করছি, যেখানে দক্ষিণ এশিয়া, ইউরোপ ও আমেরিকার বিশিষ্ট বিজ্ঞানীরা অংশ নেবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের গবেষণা তহবিল বৃদ্ধি, শিক্ষার্থীদের উদ্ভাবন-ভিত্তিক প্রতিযোগিতা এবং স্থানীয় কৃষকদের প্রযুক্তি স্থানান্তর কার্যক্রম আরও সম্প্রসারণের উদ্যোগ নেয়া হয়েছে।’
প্রো-ভিসি প্রফেসর ড. মো: ময়নুল হক বলেন, ‘গবেষণার পাশাপাশি ছাত্র-শিক্ষকদের নৈতিক ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে।’
ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ বলেন, ‘আর্থিক শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করে শিক্ষা ও গবেষণার অবকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা হচ্ছে।’
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন বলেন, ‘এ মতবিনিময় সভা শুধু বার্ষিক মূল্যায়ন নয়, বরং এটি গাকৃবি পরিবারের অগ্রগতির প্রতিফলন। আমরা সমন্বিত প্রচেষ্টায় আগামীতে আরো বড় সাফল্য অর্জন করব।’
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জি কে এম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো: সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কার্যক্রম পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ভাইস-চ্যান্সেলর ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা।



