বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত

সকালে উপজেলার কানুনগোপাড়া উত্তর সর্দারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Patiya
চট্টগ্রামের ম্যাপ
চট্টগ্রামের ম্যাপ |ফাইল ছবি

চট্টগ্রামের বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় প্রান্তিকা সর্দার (৯) নামে এক শিশু নিহত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার কানুনগোপাড়া উত্তর সর্দারপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্তিকা ওই এলাকার জুয়েল ওরফে গণেশ সর্দারের মেয়ে এবং দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীর বরাতে বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক লুৎফর রহমান জানান, বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল প্রান্তিকা। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।