শ্রীনগরে ট্রেনে কাটা যুবকের লাশ উদ্ধার

খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

Location :

Sreenagar
খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন
খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন |ছবি : নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ট্রেনে কাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম আল-আমিন (৩৫)। তিনি কুরিগ্রাম জেলার পাচগাছি এলাকার গাড়িমারা গ্রামের আছর উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, কামারখোলা এলাকার রেল লাইনের পাশে এক যুবকের দ্বি-খণ্ডিত লাশ পড়ে থাকতে দেখে তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করেন। ধারনা করা হচ্ছে দিনমজুরের কাজ করতে লোকটি এই অঞ্চলে এসেছিলেন।

শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, লাশটি উদ্ধারের পর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাওয়া রেলওয়ে স্টেশন ইনচার্জ এসআই মানিক বিশ্বাস জানান, লাশ উদ্ধারের পর পরিচয় শনাক্ত করা হয়েছে। স্বজনদের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।