‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’— প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় ৩৪তম আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, সহায়ক উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর সহযোগিতায় জেলা সমাজসেবা কমপ্লেক্সে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক মো: শাহ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: সাইফুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ও ডেপুটি সিভিল সার্জন ডা: আফরিন সুলতানা ও সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক মো: রুহুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রতিবন্ধীদের মাঝে ৫টি হুইল চেয়ার, ২টি ট্রাই সাইকেল, ২টি স্মার্ট সাদাছড়ি ও ১টি কর্নার চেয়ার বিতরণ করা হয়।



