গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে বেলকা ইউনিয়নের ব্রাইট ড্রিম মডেল মাদরাসার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মাদরাসা ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার পর শিক্ষার্থীরা হাতে জাতীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য বিজয় র্যালি শুরু করেন। র্যালিতে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্লোগান দেন।
র্যালিটি মাদরাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে একতা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে মাদরাসা প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাদরাসার প্রধান শিক্ষক মো: মমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- ফ্যামিলি ড্রিম সোসাইটির সেক্রেটারি মো: সোলায়মান মিয়া, মাদরাসার সহকারী পরিচালক মো: আবু সোলায়মান, শিক্ষক মো: খাইরুল ইসলাম, ফ্যামিলি ড্রিম সোসাইটির সদস্য ও অভিভাবক মো: আবু ইউসুফ, মো: রফিকুল ইসলাম প্রমুখ।



