কুমিল্লায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের মানববন্ধন

কুমিল্লায় ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সচেতন ব্যাংকার সমাজ, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Comilla Sadar
কুমিল্লায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের মানববন্ধন
কুমিল্লায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদের মানববন্ধন |নয়া দিগন্ত

ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপ প্রভাব খাটিয়ে অবৈধভাবে ও ‘অদক্ষদের’ নিয়োগের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করেছে সচেতন ব্যাংকার সমাজ, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ। মানববন্ধন থেকে তারা অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানান।

সোমবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লার রামঘটলা এলাকায় ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে সংগঠনগুলো।

মানববন্ধনে বক্তারা বলেন, এস আলম গ্রুপ ইসলামী ব্যাংকে চট্টগ্রামের পটিয়া অঞ্চল থেকে গোপনে হাজার হাজার অযোগ্য লোকদের নিয়োগ দিয়ে ব্যাংকের পরিবেশ ধ্বংস করেছে।

তারা দাবি করেন, এস আলমের অবৈধ নিয়োগপ্রাপ্তরা কোনো নিয়োগ পরীক্ষায় অংশ নেয়নি, তাদের লেখা পড়া নেই, ইন্টারভিউ নেই, তার দলীয় ক্যাডারদের ইচ্ছেমত নিয়োগ দিয়ে ব্যাংকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। অবিলম্বে এসব অযোগ্য কর্মীদের বহিষ্কার করে মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা আরো বলেন, এস আলমের ছত্রছায়ায় তার ভাড়াটে লোকেরা দেশে আবার অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। আমরা তাদের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছি। এস আলমের লোকেরা ব্যাংকে অনিয়ম, অর্থপাচার ও লোন জালিয়াতি করে ব্যাংক সেক্টরকে দেউলিয়া করে ফেলেছে। ব্যাংক এখন গ্রাহকের ৫ হাজার টাকা দিতেও হিমশিম খাচ্ছে। এর ফলে ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা হুমকির মুখে পড়েছে এবং ডলারের সংকটসহ অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ছে। এস আলম তার বাড়িতে বাক্স বসিয়ে পটিয়ার লোক নিয়োগ দিয়ে দেশব্যাপী ব্যাংক পরিচালনা করে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

বক্তারা ইসলামী ব্যাংকের নিয়োগ, অডিট, কোর গভর্ন্যান্সসহ সার্বিক ব্যবস্থার সংস্কার এবং দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় আনার পাশাপাশি অবৈধ সব নিয়োগ বাতিল করে, পাচারকৃত অর্থ উদ্ধার এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের কুমিল্লা শাখার আহ্বায়ক নুরে আলম বাবু, সদস্য সচিব খালেদ হোসেন মজুমদার, গ্রাহক ফোরামের সদস্য আমান উল্লাহ, মোজাম্মেল হক ফয়সাল, সাইফুল আলম ও মহিবুর রহমান।