গোপালগঞ্জে কারফিউর মেয়াদ আবারো বাড়ল

গত বুধবার এনসিপি নেতাদের ওপর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। পুলিশের সাথে আক্রমণকারীদের চলে দফায় দফায় সংঘর্ষ।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Gopalganj

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে গত বুধবারের সংঘর্ষের পর জারি করা কারফিউর মেয়াদ আবারো বাড়িয়ে আগামীকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ করা হয়েছে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান এ তথ্য জানিয়ে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ আগামীকাল শনিবার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আলোচনা করে কারফিউর বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

সংঘর্ষের পর গোপালগঞ্জ জেলাজুড়ে কারফিউ জারি করা হয় বুধবার রাত ৮টা থেকে। প্রথম দফায় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত কারফিউ জারি করা হয়। এরপর গতকাল বৃহস্পতিবার ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রিফিং করে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জেলাজুড়ে আবার কারফিউ জারি করেন। এর মধ্যে আজ বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

কারফিউ জারির আগে এনসিপির সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষের ঘটনায় গোপালগঞ্জ শহরে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন।

এর আগে গত বুধবার এনসিপি নেতাদের ওপর নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের হামলার ঘটনায় রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। পুলিশের সাথে আক্রমণকারীদের চলে দফায় দফায় সংঘর্ষ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কারফিউ। এখনো সেখানকার পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। চলছে যৌথবাহিনীর অভিযান।