যশোরের চৌগাছায় বাসচাপায় আফিয়া ইসলাম মৃধা (২২) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন তার বাবা।
সোমবার (২৩ জুন) সকালে চৌগাছা পৌর শহরের কপোতাক্ষ নদ ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিতহ আফিয়া ইসলাম মৃধা চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিষয়ে অনার্স শেষ বর্ষের ছাত্রী ও পৌর শহরের কংশারিপুর গ্রামের মহিদুল মৃধার মেয়ে। মহিদুল মৃধা চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে চাকরি করেন।
মৃধা চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে অধ্যক্ষ ড. মোস্তানিচুর রহমান বলেন, ঘটনার দিন সকালে আফিয়ার বাবা মহিদুল ইসলাম মোটরসাইকেলে মেয়েকে নিয়ে উপজেলায় যুব উন্নয়ন অফিসে ট্রেনিংয়ের জন্য যাচ্ছিল। তারা কপোতাক্ষ ব্রিজ এলাকায় পৌঁছালে পুড়াপাড়া থেকে ছেড়ে আসা বেপরোয়া গতিতে মাগুরা-জ-০৪০০১৬ নম্বর বাসটি তাদের ধাক্কা দেয়। এ সময় আফিয়া বাসের নিচে পড়ে গেলে বাসের টায়ার তার মাথা উপরে উঠে যায়। এতে তারা দুইজন মারাত্মক আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আফিয়া ইসলাম মৃধাকে মৃত ঘোষণা করেন। বাবা মহিদুল ইসলামকে হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয়রা জানান, নিহত আফিয়া ইসলাম চৌগাছা মৃধাপাড়া মহিলা কলেজে হিসাব বিজ্ঞানের তৃতীয় বর্ষের মেধাবী ছাত্রী ছিলেন। বাবার ছয় মেয়ের মধ্যে তিনি পঞ্চম ছিলেন।
এদিকে, এ ঘটনায় পুলিশ দুর্ঘটনায় জড়িত বাসটি জব্দ করেছে। এ বাসটির মালিক সদর উপজেলার আরিচপুর-চান্দুটিয় গ্রামের সামাউল ইসলামের ছেলে ফরিদুজ্জামান ফরহাদ।
চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা: ফারুক আজম বলেন, ‘নিহত কলেজছাত্রীর মাথা ফেটে থেঁতলে গেছে। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। তার বাবা মহিদুল ইসলামকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।’
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘বাসটি থানায় আটক আছে। চালককে আটকের জন্য অভিযান চলছে।’