মাগুরা সদর উপজেলার বলুকগ্রামে জমাজমির বিরোধকে কেন্দ্র করে স্থানীয় সালিশি বৈঠকে বাদশা মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলী জানান, সদর উপজেলা কুচিয়ামোড়া ইউনিয়নের বালুক গ্রামে জমাজমির বিরোধকে কেন্দ্র করে নিহতের এ ঘটনা ঘটে।
একই গ্রামের আনোয়ার ও বাদশা মিয়ার ভাগনি শিউলি খাতুনের সাথে জমি নিয়ে দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল। দীর্ঘদিনের বিরোধ মিমাংসার জন্য আজ শুক্রবার দুপুরে উভয় পক্ষের লোকজন সালিশ করছিল। এর এক পর্যায়ে সালিশ চলাকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বাদশা মিয়া আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত বাদশা মিয়ার কপালে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে।
জরুরি বিভাগের চিকিৎসক কৃষ্ণ পদ জানান, দুপুরের দিকে বাদশা নামে এক ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। তাকে পরীক্ষা নিরিক্ষা করে দেখা যায় সে হাসপাতালে পৌঁছানোর পূর্বেই মারা গেছে।



