গাজীপুরের শ্রীপুরে মাদকের টাকার জন্য মাকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে খলিল (২৮) নামে এক মাদকাসক্ত যুবককে জীবিত অবস্থায় কোমর পর্যন্ত মাটিচাপা দিয়েছে জনতা। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপির বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত খলিল টেপিরবাড়ি এলাকার নূর উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খলিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড় করতে তিনি প্রায়ই মায়ের উপর শারীরিক নির্যাতন চালাতেন। শনিবার সকালে আবারো মাদকের টাকার জন্য মাকে মারধর করলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে।
ঘটনার পর কিছু প্রতিবেশী ওই যুবককে ধরে মারধর করে এবং একপর্যায়ে জীবিত অবস্থায় কোমর পর্যন্ত মাটিচাপা দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
খলিলের মা খোদেজা বেগম বলেন, ‘আমার সন্তান গাজা খায়। আমাকে আজকে নিয়ে তিন দিন মেরেছে। সকালে আমার কাছে টাকা চেয়েছে তবে না দেয়ায় আমাকে ইট দিয়ে পায়ে আঘাত করে।’
শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাছির আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে থানায় আনা হয়েছে। যদি দু‘পক্ষের বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে আমরা দু’পক্ষের বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেব।



