নারায়ণগঞ্জে ডেঙ্গু পরীক্ষার ৮০০ কিট উপহার

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে জেলার সিভিল সার্জন ডা: এ এফ এম মুশিউর রহমানের কাছে তিনি ওই কিটগুলো হস্তান্তর করেন।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
কিট উপহার দেয়া হচ্ছে
কিট উপহার দেয়া হচ্ছে |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সরকারি ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য ৮০০ কিট উপহার দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে জেলার সিভিল সার্জন ডা: এ এফ এম মুশিউর রহমানের কাছে তিনি ওই কিটগুলো হস্তান্তর করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা: মজিবুর রহমান।

উল্লেখ্য, এর আগে অধ্যাপক মামুন মাহমুদ নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে আরো এক হাজার কিট উপহার দিয়েছেন।