চন্দনাইশে জামায়াতের ইসলামীর দাওয়াতী সমাবেশ সম্পন্ন

‘আমাদের এখন বসে থাকলে হবে না বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আরো গতিশীল মজবুত সংগঠনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chattogram
চন্দনাইশে জামায়াতের ইসলামীর দাওয়াতী সমাবেশ সম্পন্ন
চন্দনাইশে জামায়াতের ইসলামীর দাওয়াতী সমাবেশ সম্পন্ন |নয়া দিগন্ত

কেন্দ্রীয় জামায়াতে ইসলামীর শূরা সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামী আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী বলেছেন, ‘আমরা পবিত্র ইসলামের আদর্শবাহী একটি সংগঠন, আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ইসলামের দাওয়াত দেয়ার কাজ করে আসছি।’

শুক্রবার (১১ জুলাই) রাতে জামায়াত চন্দনাইশ হাশিমপুর ইউনিয়ন শাখার উদ্যোগে দাওয়াতি সমাবেশে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আমাদের এখন বসে থাকলে হবে না বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আরো গতিশীল মজবুত সংগঠনে পরিণত করতে সবাইকে এগিয়ে আসতে হবে বলে তিনি আহ্বান জানান।

সমাবেশ সংগঠনের ইউনিয়ন সভাপতি মাওলানা জসীম উদ্দীনের সভাপতিত্বে জামায়াতে ইসলামীর হাসিমপুর ইউপি সেক্রেটারি হাসান শহীদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া(আংশিক) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ প্রার্থী বিশিষ্ট চক্ষু সার্জন ড. শাহদাত হোসেন, বক্তব্য রাখেন চন্দনাইশ উপজেলা আমির মাওলানা কুতুব উদ্দীন,সেক্রেটারি কাজী আহসান সাদেক পারভেজ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুল খালেক নেজামী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হারুন অর রশিদ, চন্দনাইশ পৌরসভা আমির মাওলানা কুতুব উদ্দীন, সেক্রেটারি নাজিম উদ্দীন, দুবাই জামায়াতের সাবেক আমির মাওলানা নুর মোহাম্মদ, সাবেক ছাত্রনেতা জয়নাল আবেদীন, উত্তর সাতকানিয়া সাঙ্গু থানার সেক্রেটারি ছাত্রনেতা মোহাম্মদ ইলিয়াস, কাঞ্চনাবাদ ইউনিয়ন সভাপতি মোজাফ্ফর আহমদ জাফর, বৈলতলী ইউপি সভাপতি কায়েদ আজম আবু বক্কর, বরমা ইউপি সভাপতি মাওলানা আতাহার হোসাইন, অধ্যক্ষ নজরুল ইসলাম,রফিকুল ইসলামসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডের দায়িত্বশীল নেতারা।