কালিয়াকৈরে জুয়েলার্স ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার লুট

কালিয়াকৈরে এক জুয়েলারী ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা এবং আট ভরি স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
কালিয়াকৈরে জুয়েলার্স ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার লুট
কালিয়াকৈরে জুয়েলার্স ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার লুট |নয়া দিগন্ত

গাজীপুরের কালিয়াকৈরে এক জুয়েলারী ব্যবসায়ীকে কুপিয়ে নগদ টাকা এবং আট ভরি স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চাপাইর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কালিয়াকৈর বাজারের গ্রামীণ জুয়েলার্সের মালিক আহত দুলাল পাল বর্তমানে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে জুয়েলার্স ব্যবসায়ী দুলাল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। কালিয়াকৈর-ফুলবাড়ীয়া সড়কের চাপাইর ব্রিজের উত্তর পাশে পৌঁছলে কয়েকজন ছিনতাইকারী তাকে আটক করে সাথে থাকা নগদ টাকা এবং স্বর্ণালংকার লুটে নেয়ার চেষ্টা করে।

এসময় ছিনতাইকারীদের বাধা দিলে তারা (ছিনতাইকারী) তাকে কুপিয়ে নগদ টাকা এবং আট ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। জুয়েলার্স ব্যবসায়ীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত জুয়েলার্স ব্যবসায়ী বর্তমানে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জুয়েলার্স ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাইয়ের ঘটনায় চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’