আজ খুলছে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা মেট্রো স্টেশনের সড়ক

সড়কটিতে একসময় যানজটে দীর্ঘ সময় নষ্ট হতো। কাল থেকে কয়েক মিনিটেই মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা মেট্রো স্টেশনে যাতায়াত সম্ভব হবে।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Dhaka City
আজ খুলছে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা মেট্রো স্টেশনের সড়ক
আজ খুলছে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা মেট্রো স্টেশনের সড়ক |সংগৃহীত

মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা মেট্রো স্টেশনের সড়ক সংস্কার করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সংস্কার শেষে আজ শুক্রবার চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

আজ শুক্রবার সকাল থেকে রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এর আগে বৃহস্পতিবার (১৩ মার্চ) ঢাকা উত্তর সিটি করপোরেশন থেকে বিষয়টি জানানো হয়।

সংস্থাটি বলছে, সড়কটিতে একসময় যানজটে দীর্ঘ সময় নষ্ট হতো। কাল থেকে কয়েক মিনিটেই মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা মেট্রো স্টেশনে যাতায়াত সম্ভব হবে।

এর আগে, ডিএনসিসির মুখপাত্র মকবুল হোসাইন বিষয়টি জানিয়েছিলেন, সংস্কার ও উন্নয়নকাজের জন্য মিরপুর ডিওএইচএস-সংলগ্ন মেট্রোরেল উত্তরা দক্ষিণ স্টেশন হতে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচ এমপি চেকপোস্ট পর্যন্ত সড়ককে ১৩ মার্চ পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

তিনি বলেন, শুক্রবার (১৪ মার্চ) সকাল থেকে রাস্তাটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে সংস্থাটির পক্ষ থেকে।