নোয়াখালীতে শ্রমিক কল্যাণের সমাবেশ ও র‌্যালি

নোয়াখালীর চৌমুহনী রেলওয়ে ময়দানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali Sadar
নোয়াখালীতে শ্রমিক কল্যাণের সমাবেশ
নোয়াখালীতে শ্রমিক কল্যাণের সমাবেশ |নয়া দিগন্ত

মহান মে দিবস উপলক্ষে নোয়াখালীর প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনী রেলওয়ে ময়দানে বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক কল্যাণের বেগমগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নুরুউল্লাহর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন, প্রধান আলোচক ছিলেন শ্রমিক কল্যাণের জেলা সভাপতি অ্যাডভোকেট জহিরুল আলম, বিশেষ অতিথি ছিলেন জেলা সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নাসিমুল গনি চৌধুরী মহল, বেগমগঞ্জ উপজেলা আমির মাওলানা আবু জাহেদ, চৌমুহনী পৌর আমির জসিম উদ্দিন, শ্রমিক কল্যাণের জেলা সেক্রেটারি রেজওয়ানুল হক, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি (উত্তর) দাউদ ইসলাম. অ্যাডভোকেট মিজানুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ আলী শহীদ, মোফাখখার হোসেন নাসিম প্রমুখ।পরে একটি র‌্যালী চৌমুহনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব বাজার গিয়ে শেষ হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বোরহান উদ্দিন বলেন, ‘ইসলামের শ্রমনীতি বাস্তবায়ন হলেই শ্রমিকরা ন্যায্য দাবি পাবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে হলে মালিক শ্রমিক সুম্পর্ক বজায় রাখতে হবে।

তার আগে সকাল ১০টায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী শহর শাখার উদ্যোগে জেলা শহর মাইজদীতে শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী শহর শাখা সভাপতি মাহবুবুর রহমান রিয়াদ -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী জেলার প্রধান উপদেষ্টা ইসহাক খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে ইসহাক খন্দকার বলেন, ‘বাংলাদেশে ইসলামি শ্রমনীতি চালু করতে হবে এদেশের শ্রমিকদের জন্য। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটের ম্যাসাকায় পুলিশের গুলিতে অসংখ্য শ্রমিক নিহত হওয়ার পরে শ্রমিকদের আন্দোলন আরো জোরদার হয়। সেদিন দৈনিক ৮ঘণ্টার কাজের দাবিতে শ্রমিকরা জমায়েত হয়েছিলো কিন্তু এখন পর্যন্ত তাদের দাবি আদায় হয়নি। কেয়ামত পর্যন্ত এ অধিকার আদায় হবে না। যতোক্ষণ পর্যন্ত ইসলাম কায়েম না হয়। ইসলাম কায়েম হলে অবশ্যই শ্রমিকদের অধিকার আদায় হবে। আজ থেকে ১৪০০ বছর আগে পৃথিবীর নেতা, মানবতার নেতা রাসূল মোহাম্মদ (সা:) শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলেছিলেন।’