পিরোজপুরের ভান্ডারিয়ায় স্বপন কুমার বলের (৫৫) হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকেলে (২৬ ডিসেম্বর) উপজেলার নদমুলা শিয়ালকাঠী ইউনিয়নের বলবাড়ি নামক স্থান থেকে কলোনি বাজার পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে এলাকার নারী-পুরুষরা অংশগ্রহণ করেন। এ সময় তারা নির্মমভাবে স্বপন কুমার বল হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, গত ২২ ডিসেম্বর রাত অনুমান দেড়টার দিকে স্বপন কুমার বলের মুদি দোকানে অজ্ঞাতনামা ব্যক্তিরা প্রবেশ করে ইট দিয়ে তার মাথা থেতলে দেয় এবং এতে তিনি গুরুতর আহত হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ওই ঘটনার পরে তার দোকান থেকে টাকা-পয়সা ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় তারা।
এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান ঘটনার পরপরই অভিযান চালিয়ে শুভজিৎ নামের একজনকে গ্রেফতার করেন।



