নিখোঁজের তিন দিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার, পলাতক দুই বন্ধু

নদীপথে ভেসে লাশটি গজারিয়া অংশে পৌঁছেছে বলে ধারণা স্থানীয়দের। এদিকে ঘটনার পর তার দুই বন্ধু পলাতক রয়েছেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার ২৫ বছর বয়সী যুবক উমায়ের হাসানকে (২৫) নিখোঁজের তিন দিন পর গজারিয়া উপজেলার মেঘনা নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। নদীপথে ভেসে লাশটি গজারিয়া অংশে পৌঁছেছে বলে ধারণা স্থানীয়দের। এদিকে ঘটনার পর তার দুই বন্ধু পলাতক রয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কাজীপুরা গ্রামের সংলগ্ন নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত উমায়েরের মা আনার কলি অভিযোগ করেন, গত ২৪ ডিসেম্বর রাত আড়াইটার দিকে উমায়েরকে তার দুই বন্ধু সোহাগ ও বায়েজিদ ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তিনি আর বাড়ি ফেরেননি। ঘটনার পরপরই সোনারগাঁও থানায় অভিযোগ করা হলেও উমায়েরের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। একইসাথে তার দুই বন্ধু পলাতক রয়েছে।

তিনি সন্দেহ করেন, ওই দুই বন্ধু পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।