চট্টগ্রাম হাটহাজারীর প্রবীণ আলেম, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য ও আমেলা সদস্য মাওলানা ইউনুস (রহ:) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রোববার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ মাগরিব দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা মাঠে হেফাজত আমির আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরীর ঈমামতিতে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজা শেষে হাটহাজারী পৌরসভার শাহজালাল পাড়ায় পারিবারিক কবরে তাকে দাফন করা হয়।
এদিকে প্রবীণ আলেমে দ্বীন মাওলানা ইউনুসের ইন্তেকালে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেন।
শোক প্রকাশ করে শোক প্রকাশ করেন হেফাজতে ইসলামের আমির আল্লামা মহিব্বুল্লাহ বাবুনগরী, হাটহাজারী ওলামা পরিষদের সভাপতি ও হাটহাজারী মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি জসিম উদ্দিন, বিএনপির আইনজীবী ফোরামের নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানা, বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমির ইঞ্জিনিয়ার সিরাজিল ইসলাম, হেফাজতের হাটহাজারী উপজেলা ও হাটহাজারী পৌরসভার নেতারা।
নেতারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।