রাঙ্গামাটিতে শ্রমিক দিবসে আলোচনা সভা

ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা ও অধিকার

বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙ্গামাটি প্রেসক্লাব ভবনের ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের এবাদতখানায় এ সভা অনুষ্ঠিত হয়।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
রাঙ্গামাটিতে শ্রমিক দিবসে আলোচনা সভা
রাঙ্গামাটিতে শ্রমিক দিবসে আলোচনা সভা |নয়া দিগন্ত

মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাঙ্গামাটি ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ‘ইসলামের দৃষ্টিতে শ্রমিকের মর্যাদা ও অধিকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় রাঙ্গামাটি প্রেসক্লাব ভবনের ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের এবাদতখানায় এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ইকবাল বাহার চৌধুরী সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ সদস্য মো: হাবীব আজম বলেন, ‘শ্রমিকেরা আমাদেরই ভাই। ইসলাম তাদের অধিকার রক্ষার ওপর জোর দিয়েছে। হাদিস শরিফে রয়েছে, শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক প্রদান করতে হবে। ইসলামের এই শিক্ষা সমাজে প্রতিষ্ঠা করতে হবে।’

অনুষ্ঠান ফিল্ড সুপারভাইজার মো: পেয়ার আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালেক্টর জামে মসজিদের ইমাম আবুল হাশেম এবং কৃষি ও বন আবাসিক মসজিদের ইমাম মাওলানা আশহাদুল ইসলাম।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শফিউল আলম আল-কাদেরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামে শ্রমিকের মর্যাদা অপরিসীম। প্রচণ্ড গরমে শ্রমিকদের প্রতি সদয় হওয়া ও কাজ সহজ করে দেওয়ার কথা হাদিসে উল্লেখ রয়েছে।

সভায় স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতারা উপস্থিত ছিলেন।