জীবননগরে ঘর থেকে বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

পরিবারের সদস্যরা বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নুরজাহান বেগমকে ঘরের আড়ার সাথে ঝুলতে দেখেন।

আতিয়ার রহমান, জীবননগর (চুয়াডাঙ্গা)

Location :

Jibannagar
জীবননগর থানা
জীবননগর থানা |ফাইল ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় নিজ বসত ঘরের আড়া থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর দেড়টার দিকে উপজেলার উথলী ইউনিয়নের শিংনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নুরজাহান বেগম ওই গ্রামের কৃষক আব্দুল হামিদের স্ত্রী।

পারিবারিক সূত্র জানায়, বৃদ্ধা নুরজাহান বেগম দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত হয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন চিকিৎসকের কাছে নিলেও তিনি সুস্থ হননি। পরিবারের সদস্যরা বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নুরজাহান বেগমকে ঘরের আড়ার সাথে গলায় কাপড় পেঁচিয়ে ঝুলতে দেখেন। পরে তার লাশ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের ধারণা, নুরজাহান বেগম নানা রোগে আক্রান্ত হওয়ার কারণে নিজের জীবনের প্রতি বিতৃষ্ণা হয়ে নিজ বসতঘরের আড়ার সাথে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন।

উথলী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আমিনুর রহমান বলেন, নুরজাহান বেগম দীর্ঘদিন ধরে নানা রোগে আক্রান্ত ছিলেন। হঠাৎ করে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর ব্যাপারে কোনো আপত্তি নেই মর্মে জেলা প্রশাসক বরাবর বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। জেলা প্রশাসকের আদেশ পেলে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেয়া হবে। অনুমতি না পেলে আইনি ব্যবস্থাগ্রহণ করা হবে।