রামপাল কলেজে ছাত্রশিবিরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় জ্ঞান চর্চায় উৎসাহিত করতেই এ কোরআন বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে কোরআন দেয়া হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করল ছাত্রশিবির
শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করল ছাত্রশিবির |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে কলেজ ক্যাম্পাসে আয়োজন করা এ কর্মসূচিতে শিক্ষার্থীদের হাতে কোরআন তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উত্তর ছাত্রশিবিরের সভাপতি মো: রাকিব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম খলিল, রামপাল মহাবিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মো: সৌরভ তালুকদার ও স্থানীয় ব্যবসায়ী কাজী ইউছুফ হাসান।

এছাড়া সদর উত্তর ছাত্রশিবিরের বাইতুল মাল সম্পাদক মো: সিফাত, সাহিত্য সম্পাদক তাহসিন আহমেদ, রামপাল মহাবিদ্যালয় ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক রিমন বেপারী, রামপাল উপশাখার কর্মী কাজী আব্দুল্লাহ ও সাইমন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও ধর্মীয় জ্ঞান চর্চায় উৎসাহিত করতেই এ কোরআন বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ সময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে কোরআন দেয়া হয়।