বিপিএলে ভেন্যু বাড়ানো নিয়ে যা বলছে বিসিবি

`সামনের বছর যদি আরো একটা ভেন্যু যুক্ত হয়, একটা সময় গিয়ে যদি আমরা ছয় থেকে সাতটি দল নিয়ে বিপিএল করি, ভবিষ্যতে আমাদের ছয় থেকে সাতটি ভেন্যু থাকতে পারে।’

নয়া দিগন্ত অনলাইন
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম
বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম |ইন্টারনেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ ভেন্যু বাড়ানোর পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের আসরে তিনটির পরিবর্তে চারটি ভেন্যুতে খেলা আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন বোর্ডের শীর্ষ কর্মকর্তারা।

বিসিবির পরিচালক মাহবুবুল আনামকে মাসখানেক আগে বিপিএলের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব নেয়ার পর থেকেই টুর্নামেন্টটির পরিধি বাড়ানোর ওপর জোর দিচ্ছেন তিনি।

এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, রাজশাহী কিংবা বগুড়ায় এখনই বিপিএলের ম্যাচ আয়োজন সম্ভব নয়। তবে একটি নতুন ভেন্যু যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

গতকাল চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফাহিম বলেন, ‘ওইটা (বগুড়া ও রাজশাহীতে বিপিএল) এখনই বোধহয় সম্ভব হবে না। আমরা সামনের বিপিএলের কথা যদি বলি, যে সময় লাগবে ওইগুলো ঠিকঠাক করতে বা আমরা কতদিনে করতে পারব, আমরা মনে হয় না অচিরেই তা সম্ভব হবে। তবে আমাদের চিন্তা ভাবনায় আছে ভবিষ্যতে হোম অ্যান্ড অ্যাওয়ে কনসেপ্টে যাওয়ার। এ বছরে বিপিএল যদি একটা অতিরিক্ত মাঠে করতে পারি, তিন থেকে চারটি ভেন্যু করতে পারি, খুবই ভালো হবে। আমরা আশা করছি, করতে পারব।’

ভবিষ্যতে বিপিএলে ছয় থেকে সাতটি দল থাকলে প্রত্যেক দলের জন্য আলাদা ভেন্যুর ধারণার কথাও জানিয়েছেন ফাহিম।

তিনি বলেন, ‘এভাবে সামনের বছর যদি আরও একটা ভেন্যু যুক্ত হয়, একটা সময় গিয়ে যদি আমরা ছয় থেকে সাতটি দল নিয়ে বিপিএল করি, ভবিষ্যতে আমাদের ছয় থেকে সাতটি ভেন্যু থাকতে পারে। তখন বিপিএল একটা অন্য লেভেলে চলে যেতে পারে।’