মুন্সীগঞ্জে বিপ্লব ও গণসংহতি দিবসে ব্যতিক্রম’র ফ্রি মেডিক্যাল ক্যাম্প

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
ব্যতিক্রম’র ফ্রি মেডিক্যাল ক্যাম্প
ব্যতিক্রম’র ফ্রি মেডিক্যাল ক্যাম্প |নয়া দিগন্ত

বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘ব্যতিক্রম’র উদ্যোগে মুন্সীগঞ্জ শহরে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের ৬৩৭ মুন টাওয়ারে সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মাহবুবুল আলম স্বপনের ব্যবস্থাপনায় এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডা: এ কে এম মফিজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ও শিশু বিশেষজ্ঞ ডা: দেওয়ান নিজাম উদ্দীন হেলাল, সিনিয়র সাংবাদিক ও বাসস প্রতিনিধি মো: মঞ্জুর মুর্শেদ, আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি মো: মাহবুবর রহমান ও মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি মো: গোলজার হোসেন প্রমুখ।

ফ্রি মেডিক্যাল ক্যাম্পে স্থানীয় সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রাথমিক ওষুধ বিতরণ করা হয়।