‘নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে জুলাই সনদের আইনি ভিত্তি অপরিহার্য’ জানিয়ে জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘বাংলাদেশ রাজনৈতিক অস্থিরতা, ক্ষমতার দাপট, এবং নির্বাচন প্রহসনের এক ভয়াবহ দুষ্টচক্রে আবদ্ধ ছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে একটি নতুন, ন্যায়ের বাংলাদেশ গঠন। এই নতুন বাংলাদেশের সূচনা হবে ‘জুলাই সনদ’-এর বাস্তবায়নের মধ্য দিয়ে। এই সনদে আমরা যে কাঠামোগত ও রাজনৈতিক সংস্কারের রূপরেখা দিয়েছি, তা দেশের জনগণের আকাঙ্ক্ষা, ন্যায়ের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার মৌলিক নীতি এবং প্রকৃত গণতন্ত্রের সোপান।’
শুক্রবার বাদে জুমা চট্টগ্রাম মহানগরী জামায়াতের গণমিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ উত্তর গেটে মহানগরীর ভারপ্রাপ্ত আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোহাম্মদ মোরশেদুল ইসলামের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন নগর জামায়াতের সেক্রেটারি ও চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, ঢাকা মহানগরী দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ড. মুহাম্মদ মোবারক হোসেন, নগর সাংগঠনিক সম্পাদক, সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও চট্টগ্রাম-১০ আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৯ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা: এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ডা: আবু নাছের, চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শফিউল আলম প্রমুখ।
সমাবেশ শেষে গণমিছিল চট্টগ্রাম জমিয়তুল ফালাহ জামে মসজিদ থেকে শুরু হয়ে কাজীর দেউড়ি মোড় হয়ে জামাল খানে এসে চট্টগ্রাম মহানগরী ভারপ্রাপ্ত আমির পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বক্তব্যের মাধ্যমে মিছিল শেষ হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন- নগর কর্মপরিষদ সদস্য, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী ও ফখরে জাহান সিরাজি সবুজ প্রমুখ।