বরিশালে মশাল মিছিল করার সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করে পুলিশে দিয়েছে যুবদল নেতাকর্মীরা।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় নগরীর কাশিপুর বাজারের সুরভী পেট্রোল পাম্প এলাকায় আকস্মিক এ মশাল মিছিল বের করে ছাত্রলীগ।
জুলাই গণঅভ্যুত্থানে পর বরিশাল নাগরীতে এই প্রথম মিছিল বের করলো নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীরা।
মিছিলের প্রত্যক্ষদর্শী মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহীন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্রলীগের ৪০-৫০ জনের একটি গ্রুপ হঠাৎ দেশীয় অস্ত্র ও মশাল মিছিল নিয়ে কাশিপুর বাজারের সুরভী পেট্রোল পাম্প থেকে ফিশারি রোডের মুখ পর্যন্ত আসতে থাকে। এ সময় তারা ‘জয় বাংলা’ ও ‘শেখ হাসিনা আসছে, বাংলাদেশ হাসছে’সহ বিভিন্ন স্লোগান দেয়। তখন ঘটনাস্থলে উপস্থিত যুবদল নেতাকর্মীরা তৎক্ষণিক তাদের প্রতিহত করে এবং চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ওসি আল মামুন উল ইসলাম জানান, খবর পেয়ে চারজনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। আটককৃতরা হলো মো: শাহিন শেখ, মো: শাহাদাত হোসেন অপু তালুকদার, মো: সজীব হাওলাদার ও সাকির হোসেন সনেট।