শরীয়তপুরের জাজিরায় স্ত্রীকে শাবল কুপিয়ে হত্যার দায়ে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ জুলাই) ভোরে অভিযুক্তকে গ্রেফতার করে জাজিরা থানা পুলিশ।
এর আগে সোমবার গভীর রাতে উপজেলার বড় গোপালপুর গ্রামে হত্যার ঘটনাটি ঘটে। এই বিষয়ে নিহতের পুত্রবধূ জাজিরা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
নিহত ওই নারীর নাম সোনাবান বিবি (৬৫)। আর তার স্বামীর নাম করিম মুন্সি (৭৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, এই দম্পতির এক ছেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ও অপর ছেলে ক্যান্সারে আক্রান্ত হয়ে অল্প দিনের ব্যবধানে মারা যান। তাদের স্ত্রী ও সন্তানরা জীবিকার খোঁজে ঢাকা থাকেন। সোনাবান ও করিম মুন্সী ছাড়া ওই বাড়িতে কেউ থাকতেন না। সন্তানদের হারিয়ে তারা দুজনই মানসিকভাবে ভেঙে পড়েন। মাঝে মধ্যেই তারা তুচ্ছ বিষয় নিয়ে তর্কে জড়াতেন। সোমবার রাতে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে করিম মুন্সি ঘরে থাকা শাবল দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি বাড়ির পাশে থাকা ঝোপের আড়ালে লুকিয়ে থাকেন। মঙ্গলবার ভোরে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন ঘাতক স্বামী করিম মুন্সী।
জাজিরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল করে লাশ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। নিহতের পুত্রবধূর অভিযোগের ভিত্তিতে স্বামী করিম মুন্সিকে আটক করে আজ দুপুরে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তিনি।