ভোলা-২ আসনে জামায়াতের প্রার্থী মুফতি ফজলুল করিম তার নির্বাচনী পোস্টার ছেঁড়ার ঘটনায় রোববার (৩০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘কাদা ছোঁড়া, ইটের গুড়া ছুঁড়ে দেয়া কিংবা পোস্টার ছেঁড়ে গণমানুষের দাঁড়িপাল্লা প্রতীকের গণজোয়ার থামানো যাবে না।’
ফেইসবুকে দেয়া তার পোস্টে তিনি আরো বলেন, ‘রাজনীতি মানে মানুষের জন্য ভালোবাসা, আলো পৌঁছে দেয়া। যারা পোস্টার নষ্ট করছেন তাদের উদ্দেশে তিনি মন্তব্য করেন— ‘আপনারা যা করছেন, এসব শুধু দুর্বলতার প্রকাশ। কারো জনপ্রিয়তা দেখে হীনমন্যতায় না ভুগে মানুষের মন জয় করতে শিখুন। আর তা করতে হয় অন্যায় তুলে ধরে, সত্য দেখিয়ে, সম্মান দিয়ে।’
তিনি জানান, মানুষের হৃদয়ে সত্যের আলো জ্বালানো এবং বিবেক জাগিয়ে তোলাই আসল রাজনীতি। তার ভাষায়, ‘আমি ইনসাফের রাজনীতি করতে চাই। ভোলা-২ জনপদকে শান্তি, ন্যায় ও দুর্নীতিমুক্ত গড়াই আমার লক্ষ। মানুষ যদি আমার ওপর আস্থা রাখে, অবশ্যই দাঁড়িপাল্লায় ভোট দেবে। আর যদি না রাখে—যাকে সঠিক মনে করবে তাকেই ভোট দিক। এটিই গণতন্ত্রের সৌন্দর্য।’
পোস্টার ছেঁড়া বা হামলার মতো আচরণে ভোটারকে প্রভাবিত করা যায় না উল্লেখ করে তিনি বলেন, ‘এসব বরং মানুষকে সত্যের দিকে আরো শক্তভাবে নিয়ে যায়।’
মেহনতি মানুষের সহায়তায় করা পোস্টার নষ্ট না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের পোস্টারগুলো করা হয়েছে কৃষক, শ্রমিক, জেলে—এদের ঘাম ঝরানো অর্থে। পোস্টার নষ্ট করার আগে অন্তত একবার আল্লাহর কাছে জবাবদিহিতার কথা ভাবুন।’
তিনি সবাইকে শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও সম্মানজনক নির্বাচনী পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।



