দিনাজপুর বোচাগঞ্জ উপজেলা সীমান্ত দিয়ে চারজনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।
সোমবার (২৩ জুন) বিকেল ৪টায় দিনাজপুর ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান-বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হুসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার দুপুরে বিজিবির টহল দল বিএসএফের পুশইন করা চারজনকে সীমান্তে ঘুরাফেরা সময় আটক করে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা নিজেদের বাংলাদেশী নাগরিক বলে দাবি করেন। পরে বিকেল ৫টায় আটককৃতদের বোচাগঞ্জ থানায় হস্তান্তর ও অবৈধ অনুপ্রবেশের অভিযোগে একটি মামলা দায়ের করেছে বিজিবি।’
আটককৃতরা হলেন- জেলার বোচাগঞ্জ উপজেলার মাহেরপুর গ্রামের ফয়জুলের ছেলে জুবিয়ার রহমান (৪৫), একই গ্রামের নারায়ণ চন্দ্র রায়ের ছেলে অতীন চন্দ্র রায় (৩৫) ও জেলার বিরল উপজেলার বনগ্রাম গ্রামের মোনাই চন্দ্র রায়ের ছেলে দীপক চন্দ্র রায় (৩৪) এবং ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বরচুনা গ্রামের সাইদুর রহমানের ছেলে তরিকুল ইসলাম (৩২)।
বিজিবি সূত্র জানায়, বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নে চালান দিঘীপাড়া নামক সীমান্ত এলাকা থেকে বিজিবি টহল দল তাদের আটক করে। আটককৃত চারজনকে বিএসএফ ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ সীমানায় পুশইন করেছে। আটককৃতরা জানায়, তাদের সোমবার ভোর রাত সাড়ে ৩টার দিকে বিজিবির অধীনস্থ পরমেশ্বপুর বিওবি সীমান্ত পিলার ৩৩১/৮-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে রেখে তাদের পুশইন করার জন্য বিএসএফ চেষ্টা চালায়। এক পর্যায়ে সোমবার দুপুরে তাদের জোরপূর্বক বাংলাদেশ সীমানায় ঠেলে পাঠিয়ে দেয়। আটককৃতরা আরো জানায়, তারা গত চার মাস আগে দালালদের মাধ্যমে কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিল। ভারতে তারা বিভিন্ন পেশায় কাজে কর্মরত ছিল। পরে বিজিবির টহল দল তাদের আটক করে।
বোচাগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার জানায়, গ্রেফতারকৃত চারজনকে দিনাজপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।