জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘এবারের ভোটকে আমরা উৎসবে পরিণত করতে চাই, এবং আমি আশা করি আজকে যে নমিনেশন পেপার তুলেছি নমিনেশন পেপার বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা শফিকুল ইসলাম মাসুদ তোলে নাই, আমি বাউফলের সম্মানিত নাগরিক ভোটারদের পক্ষ থেকে আমি তুলেছি। এখানের ভোটাররাই নমিনেশন পেপারের মূল মালিক। তারা এটাকে বিজয় করবে ইনশাআল্লাহশাল্লাহ।’
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১২টা সময় বাউফল উপজেলা পরিষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বাউফল উপজেলা কর্মকর্তা সালেহ আহমেদের কাছ থেকে নমিনেশন পেপার তোলার সময় তিনি এসব কথা বলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল আহসান ও সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারী সহ বিভিন্ন নেতারা।
তিনি আরো বলেন, ‘আমার বিরুদ্ধে সাড়ে ৩০০ মামলা ছিল। ৬৭ দিনে রিমান্ডে আমাকে পঙ্গু করার পরিকল্পনা করা হয়েছে আমি দুই বছর পঙ্গুত্ববরণ করে হুইল চেয়ারে আমাকে জীবন যাপন করতে হয়েছে। আমার এক সন্তানকে শহীদ করা হয়েছে। আমাকে গুম করে রাখা হয়েছিল প্রায় এক সপ্তাহ, আমাকে ক্রসফায়ার দেয়ার তাদের চূড়ান্ত সিদ্ধান্ত এর প্রতি তাদের ছিল। আল্লাহ তায়ালা আমাকে যে জীবন দিয়েছেন তা আমি বাউফলবাসীর জন্য দান করতে চাই।’
তিনি বলেন, ‘এবারের ভোটকে আমরা উৎসবে পরিণত করতে চাই, এবং আমি আশা করি আজকে যে নমিনেশন পেপার তুলেছি নমিনেশন পেপার বাংলাদেশ জামায়াতে ইসলামী কিংবা শফিকুল ইসলাম মাসুদ তোলে নাই, আমি বাউফলের সম্মানিত নাগরিক ভোটারদের পক্ষ থেকে আমি তুলেছি। এখানের ভোটাররাই নমিনেশন পেপারের মূল মালিক। তারা এটাকে বিজয় করবে ইনশাআল্লাহশাল্লাহ।’
তিনি বলেন, বাউফলবাসীর কাছে দোয়া চাই শুভেচ্ছা জানাই বাউফল বাসীর কাছে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বিগত দিনে যেমন তাদের সাথে ছিলাম ভবিষ্যতেও আমরা খাদেম হতে পারলেও খাদেম আছি সেবক হলেও আছি না হতে পারলেও আমরা সারা জীবন তাদের পাশে থাকবো। আমরা এবার বাউফলবাসীকে এমপি বানাবো ইনশাআল্লাহ।
বাউফল আসনের সহকারী রিটারিং কর্মকর্তা ও বাউফল উপজেলা কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাউফল আসন থেকে ইতিমধ্যে দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে। ২৯ তারিখ পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ চলমান থাকবে। এখন পর্যন্ত উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুবই সুন্দর ভালো রয়েছে।’



