ফরিদপুরে বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা পুনর্বিবেচনার দাবিতে ধানের শীষের কর্মীবৃন্দের ব্যানারে সমাবেশ ও মিছিল করেছেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ওরফে ঈসার কর্মীরা।
রোববার (১৬ নভেম্বর) বিকেলে শহরের অম্বিকা ময়দানে এ কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশের ব্যানারে লেখা ছিল ‘৩১দফা বাস্তবায়নে ধানের শীষের পক্ষে কর্মী সমাবেশ।’ আয়োজন করা হয় ফরিদপুর-৩ (সদর) কর্মীবৃন্দের ব্যানারে। এসময় সমাবেশে আগতদের হাতে বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করতে দেখা যায়। এ কর্মী সমাবেশে ফরিদপুর সদরের ১২টি ইউনিয়ন ও পৌরসভার ২৭টি ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ওবায়দুল কাদের।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক শহীদ পারভেজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খায়রুল আনাম, জেলা যুবদলের সভাপতি রাজীব হাসান, বিএনপি নেত্রী সাহেদা বেগম, জেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট রাশেদুল আলম তুহিন, সাইদুর রহমান চুন্নু, আব্দুর রব মেম্বার, হারিস তালুকদার, জাহাঙ্গীর হোসেন সোহান, মুইদুল ইসলাম স্মরণ প্রমুখ।
বক্তারা বলেন, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা বিএনপির জন্মলগ্ন থেকেই দল করে আসছেন। তিনি জেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এরশাদবিরোধী আন্দোলনের সময় থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। গত ১৬ বছর ফ্যাসিস্টবিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামে তিনি অসংখ্যবার জেল-জুলুম, হামলা-মামলার শিকার হয়েছেন।
তারা বলেন, আমাদের বিপদে আপদে সব সময় ঈসা ভাইকে কাছে পেয়েছি। আমরা তাকে ফরিদপুর-৩ আসনের এমপি হিসেবে দেখতে চাই। এরজন্য দলীয় মনোনয়ন পুনবির্বেচনা করতে হবে। তাঁকে দলীয় মনোনয়ন না দিলে ফরিদপুর-৩ আসনের জনগণ এ নির্বাচন মেনে নেবে না। তারা ধানের শীষকে বাঁচিয়ে রাখার বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা পুনর্বিবেচনার দাবি জানান। ফরিদপুরের মুক্তিযোদ্ধারা মোদাররেস আলী ঈসাকে সমর্থন দিয়েছে বলে তারা উল্লেখ করেন।
সমাবেশে বক্তাদের এ দাবির প্রেক্ষিতে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোদাররেস আলী ঈসা বলেন, ‘আজকের এই ধানের শীষের কর্মী সমাবেশে যে দাবি এখানে তোলা হয়েছে, আমাকে ফরিদপুর-৩ আসনের প্রার্থী হিসেবে আপনারা দেখতে চান এবং যে দাবির জন্য আপনারা যেই প্রত্যয় ব্যক্ত করেছেন, এজন্য আপনাদের অভিনন্দন জানাই। যে উদ্যম আপনারা প্রকাশ করেছেন, আমি যে আপনাদের মনোনীত ও আকাঙ্ক্ষিত প্রার্থী, এজন্য আপনাদের ধন্যবাদ জানাই।
নিজেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন কর্মী হিসেবে উল্লেখ করে ঈসা বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে আপনাদের সাথে নিয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। আপনাদের এ প্রত্যাশার দাবি সাংবাদিকদের মাধ্যমে অবশ্যই বিএনপির হাইকমান্ডের কাছে পৌঁছাবে। হাইকমান্ড দলীয় মনোনযনের ক্ষেত্রে চূড়ান্ত যে সিদ্ধান্ত নেবে তা আমি মাথা পেতে নেব। দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত আমার কাছে।
কর্মী সমাবেশ শেষে মিছিল বের করা হয়।
প্রসঙ্গত, ফরিদপুর-৩ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হযেছে এ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী ও এমপি চৌধুরী কামাল ইবনে ইউসুফের মেয়ে চৌধুরী নায়াব ইউসুফকে। গত ৩ নভেম্বর দলীয় এ মনোনয়ন ঘোষণা দেয়া হয়। ওই মনোনয়ন ঘোষণার ১৩ দিন পর ফরিদপুর-৩ (সদর) কর্মীবৃন্দের ব্যানারে দলীয় মনোনয়ন পুনর্বিচনা করে ইসাকে মনোনয়ন দেয়ার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।



