গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন ওরফে গেসু (৭৫) নিহত হয়েছেন।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল |নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় সাবেক ইউপি সদস্য গিয়াস উদ্দিন ওরফে গেসু (৭৫) নিহত হয়েছেন।

শুক্রবার (৯ জানুয়ারি) ভোর ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে গত বৃহস্পতিবার রাতে পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার ধলা বাজার থেকে বাইসাইকেল যোগে বাড়ি ফেরার পথে উত্তর নওপাড়া কে বি আই সড়কে সিএনজি সাথে ধাক্কা লেগে তিনি গুরুতর আহত হন।

নিহত গিয়াস উদ্দিনের বাড়ি গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে। তিনি বারবাড়িয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।