দেশকে এগিয়ে নিতে বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে : মির্যা গালিব

একটা জেনারেশন রাস্তায় দাঁড়িয়ে ৩৬ দিনের আন্দোলনে সরকার শেষ করে দিয়েছে। আমি বিশ্বাস করি, তরুণ প্রজন্মের হাত দিয়ে এ দেশের সব কিছু পরিবর্তন করা সম্ভব।

মো: বোরহান উদ্দিন রব্বানী, শরীয়তপুর

Location :

Shariatpur
বক্তব্য রাখছেন ড. মির্যা গালিব
বক্তব্য রাখছেন ড. মির্যা গালিব |নয়া দিগন্ত

যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ড. মির্যা গালিব বলেছেন, ‘দেশকে এগিয়ে নিতে হলে হিংসা-বিদ্বেষ, হানাহানি-মারামারি, সন্ত্রাস ও মাদক থেকে বেরিয়ে বিভাজনের রাজনীতি পরিহার করতে হবে। আমাদের দেশের শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সব জায়গায় সাধারণ নাগরিকদের মধ্যে বিভাজন ছড়িয়ে দেয়া হয়েছে। এখন দল-মত-ধর্ম এসব নিয়ে নিজেদের মধ্যে বিভাজন তৈরির সময় নয়।’

শুক্রবার (৪ জুলাই) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা জামায়াতের যুব ফোরামের উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. গালিব বলেন, ‘একটি দেশকে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বহু বছরের প্রয়োজন হয় না। একটি প্রজন্মই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। এজন্য আমাদের একটা প্রজন্ম লাগবে, যারা এ স্বপ্নটা দেখবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা দেখছি, আমাদের দেশে সেই প্রজন্ম আছে। ফ্যাসিস্ট হাসিনার মতো একটি শক্তিশালী সরকারকে একটা জেনারেশন রাস্তায় দাঁড়িয়ে ৩৬ দিনের আন্দোলনে শেষ করে দিয়েছে। আমি বিশ্বাস করি, তরুণ প্রজন্মের হাত দিয়ে এ দেশের সব কিছু পরিবর্তন করা সম্ভব।’

তরুণ প্রজন্মের এ জনপ্রিয় ব্যক্তিত্ব বলেন, ‘এ তরুণ প্রজন্মকে নেতৃত্ব দেয়ার জন্য আমাদের কম্পিডেন্ট একটি লিডারশিপ প্রয়োজন। যারা বক্তব্য দিতে দাঁড়িয়ে ২৫-৩০ মিনিট নেতার গুণগান করবে না, চিৎকার-চেচামেচি করবে না। যারা মানুষের সমস্যা নিয়ে কথা বলবে, দেশের সমস্যা নিয়ে কথা বলবে, দেশকে আগামী ১০ বছর পর কোথায় নিয়ে যেতে চায় সেই বিষয়ে কথা বলবে। স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যদি নিরবিচ্ছিন্নভাবে গণতন্ত্র প্র্যাকটিস করতে পারতাম তাহলে আজকে দেশ এ অবস্থানে থাকতো না। তার চেয়ে অনেক ভালো থাকতো।’

তিনি বলেন, ‘সব কিছুর ঊর্ধ্বে উঠে দেশের সকল নাগরিককে ঐক্যবদ্ধ হতে হবে। বিশেষ করে যুব সমাজকে এ কাজে এগিয়ে আসতে হবে। তাহলেই আমাদের এ সোনার বাংলাদেশ এগিয়ে যাবে।’

অনুষ্ঠানে ভেদরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো: মনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর শরীয়তপুর জেলা আমির মাওলানা আব্দুর রব হাশেমী। বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নির্বাহী সদস্য ও শরীয়তপুর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মাদ আজহারুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমির কে এম মকবুল হোসাইন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওবায়দুল হক, মুহাম্মদ শাহাবুদ্দীন, শাহ জালাল চৌধুরী, মাওলানা আনোয়ার মাসুদ, অ্যাডভোকেট শাহজালাল, অ্যাডভোকেট রাশেদ খান, শরীয়তপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি শাখাওয়াত কাউসার প্রমুখ।

পরে বিকেলে শরীয়তপুরের ডামুড্যা ও গোসাইরহাট উপজেলা যুব ফোরামের উদ্যোগে আয়োজিত যুব সম্মেলনে বক্তব্য রাখেন মির্যা গালিব।