মেহেরপুরে জামায়াত প্রার্থীর পক্ষে বর্ণাঢ্য র‌্যালি

বুধবার বিকেলে মেহেরপুর সরকারি কলেজ মাঠ থেকে র‌্যালিটি বের করা হয়।

ওয়াজেদুল হক, মেহেরপুর

Location :

Meherpur
জামায়াত প্রার্থীর পক্ষে বর্ণাঢ্য র‌্যালি
জামায়াত প্রার্থীর পক্ষে বর্ণাঢ্য র‌্যালি |নয়া দিগন্ত

মেহেরপুর-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা তাজউদ্দিন খানের পক্ষে বর্ণাঢ্য মোটরসাইকেল র‌্যালি বের করেছে নেতাকর্মীরা।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে মেহেরপুর সরকারি কলেজ মাঠ থেকে র‌্যালিটি বের করা হয়।

র‌্যালিটি মেহেরপুর-কুষ্টিয়া সড়ক হয়ে খোকসা, আমঝুপি, কোলা, রায়পুরসহ আরো কয়েকটি গ্রাম প্রদক্ষিণ করে।

মেহেরপুর জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য প্রার্থী তাজউদ্দিনের নেতৃত্বে জামায়াতের জেলা সেক্রেটারি ইকবাল হোসাইন, নায়েবে আমির মাওলানা মাহাবুব উল আলম, সদর উপজেলা আমির সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমির মাওলানা খানজাহান আলী, মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলারসহ জেলা ও উপজেলা পর্যায়ের হাজারো নেতাকর্মী ও সমর্থক একই গেঞ্জি গায়ে ফেস্টুন নিয়ে র‌্যালিতে অংশ নেন।