সাতক্ষীরার তালা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাফেজ ইয়াসিন আরাফাত (২৪) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আবুল হাসেম নামে আরেকজন আহত হয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার ধানদিয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামে মৎস্য ঘেরে কাজ করার সময় এ দুর্ঘটনাটি ঘটে।
ইয়াসিন আরাফাত ধানদিয়া ইউনিয়নের এনায়েতপুর গ্রামের জায়েদ আলী সানার ছেলে এবং তালা উপজেলার পাটকেলঘাটা আল আমিন মাদরাসার ফাজিল প্রথম বর্ষের ছাত্র। আহত ব্যক্তি হলেন একই গ্রামের তার বন্ধু আবুল হাসেম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মৎস্য ঘেরের ভেড়িতে বাঁশ পুঁতার সময় উপর দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তারে স্পর্শ লাগলে হাফেজ ইয়াসিন আরাফাত ও আবুল হাসেম বিদ্যুৎস্পৃষ্ট হন। হাসেম কিছুমাত্রায় আহত হলেও নিজেকে উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু দুর্ভাগ্যবশত ইয়াসিন আরাফাত আর উদ্ধার করা সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাটকেলঘাটা আল-আমিন ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, ‘হাফেজ ইয়াসিন আরাফাত আমার মাদরাসার একজন মেধাবী ছাত্র। তার এই অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন।’