রাজবাড়ীতে নদী থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজ বৃদ্ধ মিরাপ মোল্যার লাশ উদ্ধার করা হয়েছে; পরিবার জানিয়েছে, তিনি দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
বালিয়াকান্দি থানা
বালিয়াকান্দি থানা |ফাইল ছবি

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিখোঁজের দু’দিন পর মিরাপ মোল্যা (৮০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

রোববার (১৯ অক্টোবর) নারুয়া ইউনিয়নের মরাবিলা এলাকার নিজবাড়ির পাশের চত্রা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

মিরাপ মোল্যা ওই এলাকার বাসিন্দা এবং ফরিদপুর সিটি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো: মাহবুবুর রহমানের বাবা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরাপ মোল্যা শুক্রবার রাতে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পায়নি। পরে রোববার সকালে বাড়ির পাশে চত্রা নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে খবর দেয়।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জামাল উদ্দিন বলেন, ‘পরিবার জানিয়েছে, মৃত ব্যক্তির মাথায় সমস্যা ছিল। স্থানীয়রা বাড়ির পাশের নদী থেকে লাশ উদ্ধার করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

Topics