সিলেটের ৪ জেলায় নতুন এসপি

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো: মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের চার জেলার নতুন এসপিরা
সিলেটের চার জেলার নতুন এসপিরা |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৬৪ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) পদায়নে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরই পরিপ্রেক্ষিতে সিলেটের চার জেলায় নিয়োগ দেয়া হয়েছে নতুন চার জেলা পুলিশ সুপার।

লটারির মাধ্যমে পদায়ন হওয়া ৬৪ জন এসপির মধ্যে চারজন রয়েছেন নারী কর্মকর্তা। সেই চার নারী কর্মকর্তার মধ্যে একজন নিয়োগ পেয়েছেন হবিগঞ্জে।

বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব মো: মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। প্রজ্ঞাপনে বলা হয় জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহের এসপি কাজী আখতার উল আলমকে সিলেটে, মানিকগঞ্জের এসপি ইয়াছমিন খাতুনকে হবিগঞ্জে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আবু বসার মোহাম্মদ জাকির হোসেনকে সুনামগঞ্জে ও নীলফামারির এসপি মোহাম্মদ বিল্লাল হোসেনকে মৌলভীবাজার জেলায় এসপি পদে দায়িত্ব দেয়া হয়েছে।

এদিকে, সিলেট জেলা পুলিশ সুপার মাহবুবুর রহমানকে খুলনা জেলায় বদলি করা হয়।

এর আগে, সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারি করে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) নির্বাচন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো: সাজ্জাত আলী। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুলিশ সুপার নির্বাচনের ক্ষেত্রে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে নির্বাচনের সময় এসপি হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন কর্মকর্তাদের তালিকা থেকে বাদ দেয়া হয়েছে। তারপর যাচাই-বাছাই করে একটি ফিট লিস্ট প্রস্তুত করা হয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্য থেকে ম্যানুয়াল লটারির মাধ্যমে নির্বাচন করা হয় ৬৪ জনকে।