চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দালালের প্রলোভনে পড়ে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা শিশুসহ সাতজন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আটক সাতজনের মধ্যে একজন শিশু, একজন বৃদ্ধ এবং পাঁচজন যুবক রয়েছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা–চুন্নাপাড়া (গোদারপাড়া) এলাকা থেকে স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে সাতজনের একটি দল পারকি চর হয়ে ওই এলাকায় অবস্থান করছিল। তাদের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় বাসিন্দারা গ্রাম পুলিশকে বিষয়টি জানান। পরে গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আটক ব্যক্তিরা হলেন হোসেন জেহার (১৮), আনোয়ার শাহ (১৭), মো: আয়ুব (২০), নুর হাসান (৯), নূর বশর (৩২), নুর হাশিম (১৮) ও রাশিদুল্লাহ (৫২)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জুনায়েত চৌধুরী জানান, গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাতজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের পুনরায় ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।



