রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার সন্তান উক্যা ছাইন মারমার সমাধিতে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে উইং কমান্ডার আব্দুল্লাহ মো: ফারাবী নেতৃত্বে বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল উক্যা ছাইন মারমার গ্রামের বাড়ি রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার কিউং দং পাড়ায় পৌঁছায়।
এ সময় শ্মশানে তার সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বিমানবাহিনীর সদস্যসহ উক্যা ছাইন মারমা বাবা, মা, স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। পরে বাহিনীর সদস্যরা উক্যা ছাইন মারমা পরিবারের সাথে বেশ কিছু সময় কাটান এবং তাদের প্রতি সমবেদনা জানান।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে যাওয়ার পর ওই দিন রাতে বার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় উক্যছাইং মারমা।
পরদিন অ্যাম্বুলেন্সযোগে ঢাকা থেকে রাজস্থলীর বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া এলাকায় তার লাশ এসে পৌঁছায়। বুধবার বিকেলে রাজস্থলীর বাঙ্গালহালিয়া খ্যাংদং পাড়ার শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। এ সময় জাতি ধর্ম সকল সম্প্রদায়ের মানুষ শেষ কৃত্যে অংশ নেন।